back to top
25 C
Dhaka
Saturday, October 5, 2024

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বরিশালের বাকেরগঞ্জে হ্যালিপ্যাড সংলগ্ন সড়কে মিনিবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংর্ঘষে নারীসহ চার যাত্রী নিহত এবং শিশুসহ তিন জন আহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) দুপুরে ঢাকা কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আলাউদ্দীন মিলন জানান, বাকেরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা গন্তব্যে যাচ্ছিল। পথে ঢাকা কুয়াকাটা মহাসড়কে আসলে পটুয়াখালী থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাসের সঙ্গে অটোরিকশারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ চার জন নিহত হন। এই সময় শিশুসহ তিনজন আহত হয়েছেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ