বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (১২ জুন) দুপুর ১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার পর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন মুফতি ফয়জুল।
হামলার বিষয়ে ফয়জুল করিমের অনুসারী মোহাম্মদ প্রিন্স বলেন, বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করতে গেলে সেখানে নৌকার সমর্থকরা ফয়জুল করিমের ওপর আমরা চালায়।
ফয়জুল করিম অভিযোগ তুলেছেন, নৌকা প্রতীকের সমর্থকরা তার ওপরে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে আমি তাদের বাবার বয়সী। আমার চুল দাড়ি সবই পেকেছে। অথচ তারা আমাকে রক্তাক্ত করেছে।
এ বিষয়ে পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, এই ঘটনার পেছনে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করবো।