জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ময়লা ফেলার প্রতিবাদ করায় এক নারী ও তার ছেলেকে ধরে পিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর বিরুদ্ধে।
ভুক্তভোগী ছবি রানী (৪৮) ও তার ছেলে জগন্নাথ চক্রবর্তী দেওয়ানগঞ্জ পৌরসভার ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা। মারধরের ঘটনায় গতকাল রোববার মেয়র ও তার সহযোগী আকরামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছবি রানী।
অভিযোগে বলা হয়, শনিবার দুপুরে ছবি রানীর বাড়ির সামনে ব্রহ্মপুত্রের পাড়ে ময়লা-আবর্জনা ফেলতে যায় পৌরসভার কর্মীরা। বর্জ্য ফেলতে বাধা দেওয়ায় পৌরসভার লোকজন মেয়রকে ফোন করে সেখানে ডেকে আনেন।
মেয়র অপু সেখানে আসার পর তার লোকজন ছবি রানী ও তার ছেলেকে মারধর করেন।
মারধরের অভিযোগ অস্বীকার করে মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু বলেন, অনেক আগে থেকেই এখানে ময়লা ফেলা হয়। কারও কোনো অভিযোগ নেই। কিন্তু সেখানে ময়লা ফেলতে গেলে ওই নারী আমার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব বিশ্বাস একটি গণমাধ্যমকে বলেন, ‘এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’