বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeজাতীয়বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হয়েছেন আব্দুর রউফ তালুকদার। শনিবার(১১ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি অর্থসচিব হিসেবে কর্মরত আছেন।

এতে আরও বলা হয়, আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।

আগামী ৪ জুলাই থেকে অথবা যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। 

বর্তমান গভর্নর ফজলে কবির দুই দফায় ছয় বছর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ জুলাই। মেয়াদ শেষে ৪ জুলাই থেকে আব্দুর রউফ তালুকদারের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। 

বিসিএস ১৯৮৫ ব্যাচে সচিবালয়ের ক্যাডার কর্মকর্তা হিসেবে আব্দুর রউফ তালুকদার সরকারি চাকরিতে যোগদান করেন। এ ক্যাডার বিলুপ্ত হয়ে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত গেছে প্রায় ২০ বছর আগে। দীর্ঘ কর্মজীবনে তিনি শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ