33 C
Dhaka
Saturday, July 27, 2024

বাঘায় ডাকাতি করা নগদ টাকা, বাইক ও অবৈধ সরঞ্জাম জব্দ

ডেস্ক রিপোর্ট:

মো: মাসুম ইসলাম, বাঘা( রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ডিজিটাল ডাকাতদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ।  এ অভিযানে কম্পিউটার, মোবাইল , মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করেছে বাঘা থানা পুলিশ।

সোমবার (৮ আগস্ট ) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ওসি (তদন্ত) মুহাম্মদ আব্দুল করিমের নেতৃত্বে ডিজিটাল ডাকাত( হ্যাকার)দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান নিয়ে পুলিশ সূত্রে জানা যায়, বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের জিব্রাইলের ছেলে মো. শাহেদ হোসেনের (২৬) শোবার ঘর থেকে নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা এবং হ্যাকিয়ের কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, সিপিইউ, মোবাইল, সিম ও রেজিস্ট্রেশিন বিহীন একটি মোটরসাইকেল (আ্যপ্যাচি) উদ্ধার করে বাঘা থানা পুলিশ।  পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আসামি শাহেদ পালিয়ে যায়।

ঘটনা নিয়ে বাঘা থানার ওসি (তদন্ত) মুহম্মদ আব্দুল করিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ স্যারকে অবগত করে আমার নেতৃত্বে, এসআই মো. নূরুল আফছার, এসআই তৌয়ব আলী, এএস আই মালেক ও সঙ্গীয় ফোর্স চকছাতারী এলাকায় (পেট্রোল পাম্পের দক্ষিণে) অভিযান পরিচালনা করি এবং টাকা ডাকাতির(হ্যাকার) কাজে ব্যবহৃত কালো রং এর কম্পিউটারের কালো মনিটর, সিপিইউ,ভিভো মোবাইল সিম কার্ডসহ কালো অ্যাপ্যাচি মোটরসাইকেল এবং নগদ ২লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসি।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.  সাজ্জাদ হোসেন বলেন, পরস্পরের যোগসাজোসে কিছু এ্যাপস ও ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অন্যের একাউন্টে হ্যাক  করে পরিচয় গোপন রেখে অবৈধভাবে প্রবেশ করে আসামিরা। এরপর প্রতারণার মাধ্যমে কৌশলে অর্থ আত্মসাৎ ও বিকাশসহ বিভিন্ন ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোল করে তারা। দীর্ঘদিন থেকে এই অপরাধ চক্রের সাথে যুক্ত বলে আমরা জানতে পেরেছি।

এ বিষয়ে মো. শাহেদ সহ আরও কজন কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...