মো.মাসুম ইসলাম,বাঘা প্রতিনিধি:রাজশাহীর বাঘায় খুন, ডাকাতি, জালিয়াতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ মোট ১৯ মামলার আসামি বাবু প্রামাণিককে আটক করেছে বাঘা থানা পুলিশ।
গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাঘা উপজেলার ছাতারী এলাকার লুৎফরের আম বাগানের সামনে পাকা রাস্তার বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক বাবু প্রামাণিক আন্তজেলা চোর-ডাকাত দলের সক্রিয় সদস্য ও ১৯ টি বিভিন্ন মামলার আসামি।
আটকের সময় বাবুর কাছ থেকে ৩৫.১৫ গ্রাম হেরোইন ও ০২ টি কাঠের বাট যুক্ত ২৫ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী হাসুয়া ও ০১ টি কাঠের বাট যুক্ত ২০ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী হাসুয়া এবং ০১ টি ছুরি উদ্ধার করা হয়।
বাঘা থানা সুত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাজ্জাদ হোসেনের নির্দেশনায় ওসি (তদন্ত) মুহম্মদ আব্দুল করিম এ অভিযান চালায়। জেলার ছাতারী গ্রামের মো.লুৎফরের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর আসামি অবস্থান করছিলেন বলে জানতে পারে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা যায়, আন্তজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য এবং খুন, ডাকাতি, ডাকাতির চেষ্টা, দস্যুতা, জালিয়াতি করে চুরি, চুরি, পুলিশ আক্রমণ, মাদকদ্রব্য আইন অন্যান্য ধারায় মামলাসহ মোট ১৯ টি নিয়মিত মামলার আসামী মো.বাবু প্রামানিক। তিনি বাঘা উপজেলার কলিগ্রামের মো. রমজিৎ আলীর ছেলে।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ও অস্ত্র আইনে পৃথকভাবে দুইটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতে আনা হয়েছে।