বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeরাজনীতি‘বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই’

‘বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই’

বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশের কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।তিনি বলেছেন, “বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করবো।”

সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেসের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের জানান, জামায়াতের পক্ষ থেকে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্রাজিলের বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কের বিষয়ে ডা. তাহের বলেন, “আমরা মনে করি, বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। অতীতেও একসঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতেও সেই ঐক্য ধরে রাখতে চাই।”

জামায়াত নেতারা জানান, তারা বিশ্বাস করেন, জাতীয় রাজনীতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা প্রয়োজন।

এ বক্তব্যের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করার চেষ্টা করছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সমর্থন আদায়ের চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ