সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে আবারো সমাবেশ করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়াও প্রস্তাবিত স্থানে সমাবেশে কি সমস্যা তাও দল্টির কাছে জানতে চেয়েছে তারা। এছাড়াও কোন সমস্যা দেখা দিলে তা সমাধানের আশ্বাসও দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘কিছুক্ষণ আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য বিএনপিকে আবারও জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে সমাবেশ করতে কী সমস্যা, তা-ও বিএনপির কাছে জানতে চেয়েছে পুলিশ।’
উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করতে কী সমস্যা, তা জানালে পুলিশ সমাধান করবে। এর বাইরে সমাবেশ করার জন্য কোনো উন্মুক্ত স্থানের প্রস্তাব যদি বিএনপির কাছে থাকে বা প্রস্তাব করে তাহলে বিবেচনা করা হবে।’
এর আগে সোমবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আমরা ঢাকার কোনো জায়গায় খোলা রাস্তাঘাটে কাউকে সমাবেশের অনুমতি দিতে পারি না। তবে খোলা মাঠ হলে বিবেচনার বিষয় থাকে।’
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে গণসমাবেশের ঘোষণা করে বিএনপি। সে অনুযায়ী দলটি ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী গণসমাবেশ করে।
গণসমাবেশের ধারাবাহিকতায় এবার সর্বশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীতে। সে হিসেবে আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের জায়গায় গণসমাবেশ করতে চায়