বিএনপি জিয়াউর রহমান এর হত্যার বিচার এখনো করতে পারেনি। তারা (বিএনপি) আবার আইনের শাসনের কথা বলে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (২৯ এপ্রিল) আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের সাথে মতবিনিময়সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বিএনপি যে বক্তৃতা দিতে পারছে, এ কথাগুলো বলতে পারছে- এটাই গণতন্ত্র। আমরা তো তাদের বাধা দিচ্ছি না। তারা কথা বলতে পারছে এবং আমরা তাদের কথা বলতে দিচ্ছি- এটাই হচ্ছে গণতন্ত্র।
তিনি বলেন, বিএনপির আমলে কথা বললে তো মানুষের উপায় ছিল না। হত্যা করলেও তাদের পক্ষের লোক বেঁচে যেত। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের তারা চাকরি দিয়ে পুনর্বাসিত করেছিল। তাদের লিডার অব দা অপজিশন বানিয়ে দিয়েছিল। আমাদের সময় এসব হয় না। আমাদের সময় আইনের বইতে যা লেখা আছে জনগণকে সেটা পালন করতে হয়। সরকার সেটা পালন করে। এটাকে বলা হয় আইনের শাসন। যে বলে আইনের শাসন নেই, সে আইনের শাসন মানে কি সেটাই বুঝে না।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির পিতাকে হত্যা করা হয়েছিল তার পরিবারসহ এমনটা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ সালে এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের কেউ বিচার করতে পারবে না বলে আইন পাস করে খন্দকার মোস্তাক এবং জিয়াউর রহমান- সেটা আইনের শাসন মনে করে বিএনপি। আর আমরা (আওয়ামী লীগ) মনে করি, যেখানে আইনের ঊর্ধ্বে কেউ না।
আইনে যা লিখা আছে সেভাবে জনগণকে পালন করতে হয়। আমরা মনে করি সেটাই আইনের শাসন এবং এখন এই আইনের শাসন দেশে আছে এবং নৈরাজ্য নেই। হত্যার বিচার হয় না এমন কথা কেউ বলতে পারবে না বলেও জানান আইনমন্ত্রী।