সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
Homeবিনোদনবিটিএসে ভাঙনের সুর

বিটিএসে ভাঙনের সুর

সঙ্গীত বিশ্বে বেশ কয়েক বছর ধরেই বড় নাম দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএস। বিশ্বজুড়ে পক্ষে-বিপক্ষে নানারকমের বিতর্ক থাকলেও আছে বড় রকমের ভক্ত সংখ্যা। তাদের নতুন গান মানেই এখন রেকর্ড বইয়ে নতুন ঝড়।বগ্র্যামি থেকে বিলবোর্ড অ্যাওয়ার্ডস, জাতিসংঘ সদর দপ্তর থেকে হোয়াইট হাউস, সবখানেই নিজেদের নিয়ে গিয়েছে বিটিএস।

তবে ব্যান্ড ভাঙা-গড়া যেন সঙ্গীত জগতের অবিচ্ছেদ্য অংশ। সেই পথে এবার হেঁটেছে বিটিএস। ব্যান্ড ছাড়ছেন দলের অন্যতম সদস্য আরএম। ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই এসেছে এই ঘোষণা।

১৩ জুন ছিলো ব্যান্ডটির প্রতিষ্ঠাবার্ষিকী। ৯ বছর আগে যাত্রা শুরু হয়েছিল ব্যান্ডটির। প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে ১০ জুন মুক্তি পেয়েছে ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রুফ। নতুন অ্যালবামে গান রয়েছে ২৮টি। মুক্তির পর যথারীতি আলোচনার শীর্ষে চলে এসেছে অ্যালবামটি।

প্রুফের টাইটেল ট্র্যাক ‘ইয়েট টু কাম’ গানটি ব্যান্ডের ৯ বছরের যাত্রাকে তুলে ধরে। গানটির মিউজিক ভিডিওতে বিটিএসের আগের গানগুলো থেকে নেওয়া বিভিন্ন দৃশ্যের অনুকরণও দেখানো হয়েছে। এই নতুন গান প্রকাশের পর তিন দিনে ইউটিউবে গানটির ভিউ ৭৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ইতিমধ্যেই রেকর্ড তিন মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

বিটিএস ছাড়ছেন সদস্য আরএম

তবে এই দারুণ খবরের মাঝেই ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন আরএম। গত মঙ্গলবার ছিল ব্যান্ডটির বার্ষিক ‘ফিসটা’ ডিনারের পরেই আরএম জানান, ‘আমি সব সময়ই বিটিএসকে অন্য ব্যান্ডদের চেয়ে আলাদা ভেবেছি। কিন্তু কে-পপ ও পুরো ‘আইডল’ পদ্ধতির সমস্যা হলো এটা আপনাকে পরিণত হওয়ার সুযোগ দেবে না। আপনাকে গান চালিয়ে যেতে হবে এবং কিছু না কিছু করতে হবে।’

ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এক ভিডিও বার্তায় আরেক সদস্য সুগাও বলেন, ‘আমরা এখন আলাদা হয়ে যাব।’ বিটিএসের আরেক সদস্য জিমিন ভক্তদের উদ্দেশে বলেন, ‘এখন আমাদের নতুন ভাবনা শুরু হলো। কী ধরনের শিল্পী হিসেবে ভক্তরা আমাদের মনের রাখব।’ মূলত ব্যান্ডের সদস্যের একক ক্যারিয়ার এগিয়ে নিতেই এ সিদ্ধান্ত বলে জানানো হয় বিটিএসের পক্ষ থেকে। 

spot_img

সর্বশেষ

আরও সংবাদ