মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
Homeসারাদেশবুয়েটের ফলাফল পেয়ে যা বললেন আবরার ফাইয়াজ

বুয়েটের ফলাফল পেয়ে যা বললেন আবরার ফাইয়াজ

২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মমতার শিকার হয়ে নিহত হন আবরার ফাহাদ। এবার সেই বুয়েটেই ভর্তিপরীক্ষায় কৃতিত্বের সাক্ষর রেখে ভর্তির সুযোগ পেয়েছেন তারই ছোট ভাই আবরার ফাইয়াজ।

বৃহস্পতিবার (৩০ জুন) রাতে বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে ৪৫০তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

এরপরেই শুক্রবার (১ জুলাই) বিকেল ৩টা ৫০মিনিটে আবরার ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান তার কথাগুলো। জানালেন, পরিবারের কেউই তাকে বুয়েটে পড়তে দিতে রাজি নন।

আবরার ফাইয়াজের ওই স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় বুয়েটে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ লাভ করতে পেরেছি। আসলে এখন আমাদের অনেক খুশি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বাড়ির কারোর মুখে তেমন খুশির ছিটেফোঁটাও দেখতে পাইনি। গতকাল যে সময় আমাদের রেজাল্ট দিয়েছে ২০১৭ তেও ঠিক ওই একই সময়ে ভাইয়ার রেজাল্ট দিয়েছিল। তখন আমরা ৪ জনই একই ঘরে বসে ছিলাম। সাথে চাচাও ছিল। ভাইয়ার এক বন্ধু ফোন দিয়ে ভাইয়াকে বলেছিল যে বুয়েটের রেজাল্ট দিয়েছে। সেদিনের মতো খুশি ভাইয়াকে আর কখনো দেখিনি। ঠিক যেন চোখ মুখ দিয়ে আনন্দ দেখা যাচ্ছিল। আমিও সেদিন অনেক অনেক বেশি খুশি হয়েছিলাম। সত্যি বলতে সেদিনের আনন্দের ১০ ভাগও গতকাল নিজের রেজাল্ট দেখে পাইনি।

এখন পর্যন্ত আমার পরিবারের একজনও বলেনি বুয়েটে ভর্তি হতে। আসলে কারোর সেটা বলার মতো সাহস নেই। আমার দাদা, ভাইয়ার রেজাল্ট শুনে পুরো এলাকায় বলে বেরিয়েছিল, সে কিনা আমাকে বারবার বলছে, “তুই আর বুয়েটে যাস না। দরকার হলে রাজশাহী/খুলনা ভার্সিটিতে পড়। ওরা খুব খারাপ।” কোথায় পড়বো জানি না এখনো। IUT-তে ৪১তম হয়েছিলাম CSE-তে ভর্তি আছি ওখানে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ