বল হাতে আফগান ব্যাটারদের কাছে তাণ্ডবের শিকার হন টাইগাররা। ব্যাটিংয়ে সেই ধাক্কা পুষিয়ে নিবে এমনই ছিলো প্রত্যাশিত। তবে বোলিং-ব্যাটিং দুই পর্বেই মুখ থুবড়ে পড়ে সিরিজ খোয়ালো বাংলাদেশ।
টসে হেরে ব্যাটিং করতে নেমে রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ৩৩১ রানের পাহাড় গড়ে আফগানিস্তান। সেই রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
১৪২ রানের জয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো আফগানিস্তান।
বড় লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে উইকেট খোয়ান লিটন কুমার দাস।
প্রথম ওয়ানডেতেও ব্যর্থ হওয়া আফিফ এবার মারলেন ‘গোল্ডেন ডাক’। দলীয় ৭২ রানে উইকেট খোয়ান আফিফ হোসেন। এতে মাত্র ১৮.৩ ওভারে ৭২/৬ সংগ্রহ নিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এর আগে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, নাঈম শেখও।
সাম্প্রতিক ক্রিকেটে উড়ন্ত ফর্ম দেখানো শান্ত উইকেট খোয়ালেন ১ রানে। আফগান অফস্পিনার মুজিব উর রহমানের বলে সরাসরি বোল্ড হয়ে যান শান্ত। এতে ৫.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০/২-এ।
মুশফিকুর রহিমের ৬৯ রানের ইনিংস ব্যাবধান কিছুটা কমালেও লক্ষ্যমাত্রার থেকে বড় দূরত্ব থেকেই যায়। ১৮৯ রানেই সব উইকেট হারায় বাংলাদেশ।