রওশন এরশাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, কিছু লোক তার অসুস্থতার সুযোগ নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্য জাতীয় পার্টিকে দুর্বল করা।
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারত সফর শেষে দেশে ফিরে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, রওশন এরশাদ আমার ভাবি। আমাদের সবচে বড় ভায়ের স্ত্রী। বড় ভাই হুসেইন মুহম্মদ এরশাদকে আমরা পিতার মতো দেখতাম। ভাবিকেও আমরা সব ভাইবোন সেভাবেই দেখি।
তার সঙ্গে আমার বিরোধের প্রশ্নই ওঠে না।
তিনি বলেন, একটি মহল মাঝে মাঝে গুজব রটিয়ে জাতীয় পার্টি সম্পর্কে নেতিবাচক ধারনা সৃষ্টি করতে চায়। এতে কোনো লাভ হবে না।
জিএম কাদের আরও বলেন, গতকাল মঙ্গলবার গণমাধ্যমে ছড়িয়ে পড়ে রওশন এরশাদ জাতীয় পার্টি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।রওশন এরশাদ নিজেই তো বিবৃতির কথা অস্বীকার করেছেন।
বিমানবন্দরে এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ নেতাবৃন্দ জিএম কাদেরকে স্বাগত জানান।
চার দিনের ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তাঁর খোলামেলা আলোচনা হয়েছে। কিন্তু কার কার সঙ্গে সে আলাপ-আলোচনা হয়েছে এবং কী বিষয়ে হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলতে পারবেন না।
জি এম কাদের বলেন, কেননা, ওই আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি প্রকাশ করতে চান, করবেন। আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন (অনুমতি) ছাড়া কোনো কথা বলতে পারব না।
তবে জি এম কাদের বলেন, বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন চায় ভারত; এবং ভারত চায়, নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশে যাতে কোনো ক্রমেই সহিংসতা, অরাজকতা না হয়।
তিনি বলেন, বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে এবং সার্বিকভাবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে যদি পরবর্তী সরকার গঠিত হয়, তাহলে তাদের পক্ষে কাজকর্ম করা সহজ হবে। তারা প্রত্যাশা করেন, আমরা সবাই মিলে ওই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করি, যাতে সুন্দর একটি নির্বাচন হয়। এবং নির্বাচনের আগে এবং পরে দেশে কোনো সহিংসতা, অরাজকতা না হয়, স্থিতিশীলতা কোনো ক্রমেই যাতে নষ্ট না হয়।