এবার আর যুগ্ম চ্যাম্পিয়নশিপের জটিলতায় যেতে হয়নি। টাইব্রেকে ভারতকে হারিয়ে জুনিয়র সাফের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। নারী দিবসের ঠিক দুই দিন পর বাংলাদেশকে আনন্দে ভাসাল কিশোরী ফুটবলাররা।
নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। গত মাসে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল টাইব্রেকারে গড়িয়েছিল। দুই ফাইনালেই নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ ছিল। দুই ম্যাচেই ভারত আগে লিড নেয় পরবর্তীতে বাংলাদেশ সমতা আনে।
তবে এবার নাটকীয়তা হয়নি। টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পেনাল্টির এই সময়ে বাংলাদেশের নায়ক হয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের তিন শট ঠেকিয়েছেন তিনি। জয়টাও এসেছে তারই হাত ধরে।
টাইব্রেকারের শুরুটা অবশ্য বাংলাদেশের ভালো হয়নি। সুরভী আকন্দ প্রীতির শট ঠেকিয়ে ভারতের গোলরক্ষক। ভারত প্রথম শটে গোল করলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশকে ম্যাচে রাখেন ইয়ারজান বেগম। পক্ষান্তরে মারিয়াম ও থুইনি মারমা গোল করলে বাংলাদেশ ২-১ এর লীড পায়। ভারত চতুর্থ শটে গোল করলে স্কোরলাইনে আবার সমতা হয়। বাংলাদেশের পঞ্চম শটে সাথী মুন্ডা গোল করেন। ভারতকে খেলায় টিকে থাকতে হলে গোল করতেই হতো। বাংলাদেশের গোলরক্ষক শেষ শট সেভ করায় ৩-২ স্কোরলাইনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
বাংলাদেশ এই টুর্নামেন্টে গ্রুপে তিন ম্যাচেই জিতেছিল। তিন ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে। ফাইনালের প্রথমার্ধে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ভারত ম্যাচের চার মিনিটে লিড নেয়। ঐ অর্ধে ভারত অত্যন্ত প্রাধান্য বিস্তার করে খেলে।
বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে খেলায় ফিরে। ৭০ মিনিটে কর্নার থেকে মরিয়মের প্লেসিংয়ে বাংলাদেশ সমতা আনে। ম্যাচের বাকি সময় দুই দল গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ে ১-১ গোল ড্র থাকায় শিরোপা নিষ্পক্তি হয় টাইব্রেকারে।