শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeরাজনীতিভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা করছে বিএনপির তিন সংগঠন

ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা করছে বিএনপির তিন সংগঠন

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিন অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে।

নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় থেকে এই কর্মসূচি শুরু হয়।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এই তিন সংগঠনের নেতাকর্মীরা রোববার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসা শুরু করেন। এরপর মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা শুরু করেছেন তারা।

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসে স্মারকলিপি দেওয়ার এ কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিন সংগঠন। শনিবার তিন সংগঠনের যৌথ বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মসূচি পালন করা হবে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ