আল এমরান,ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। আসলামপুর এবং ওমরপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এ নির্বাচনে আসলামপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মো. নুরে আলম মাষ্টারকে ৩শ ৬৫ ভোটে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী (আনারস) আবুল কাশেম মেলেটারী। আবুল কাশেম মোট ৪ হাজার ৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং নৌকার প্রার্থী মো. নুরে মাষ্টার পেয়েছেন মোট ৩ হাজার ৬শত ৭৭ ভোট।
ওমরপুরে নৌকা প্রতিককে ১৩শ ৭৯ ভোটে হারিয়ে আনারস প্রতিক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এ.কে. এম সিরাজুল ইসলাম ৫ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
দুই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৭’শ ৬ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২শ ৯৮ ও মহিলা ১২ হাজার ৪শ ৮ জন ভোটার রয়েছেন। মোট ভোটার উপস্থিতি ছিলেন ৬৫.৫ শতাংশ।
উপজেলা নির্বাহী অফিসার মোরফিকুল ইসলাম জানিয়েছেন,কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এই দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।