আল এমরান, ভোলা প্রতিনিধি: ভোলায় লঞ্চ থেকে নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার চরফ্যাশন (বেতুয়া) টু ঢাকা (এমভি তাশরিফ ৩) লঞ্চটি বেতুয়া থেকে বিকেল ৫.২০ মিনিটে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করলে হাকিমুদ্দিন ঘাট থেকে কিছুটা দূরে গেলে এক ব্যক্তি লঞ্চ থেকে নদীতে পড়ে যায়। রাত ১১ টায় প্রতিবেদন লেখা পর্যন্ত দীর্ঘ অভিযানের পরও ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি বলে ফেস দ্যা পিপলকে জানিয়েছেন লঞ্চমাস্টার মো. নোমান।
লঞ্চমাস্টার বলেন, আনুমানিক রাত সাড়ে আটটার দিকে একজন যাত্রী নদীতে পড়ে যায় এমন খবর শুনে আমি তাৎক্ষণিক লঞ্চটি থামিয়ে তাকে খোঁজার চেষ্টা করি, কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি।
তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো জানতে পারিনি এবং তার কিছুটা মানসিক সমস্যা আছে। তবে সাথে তার স্ত্রী ও এক সন্তান রয়েছেন।
ইতিমধ্যে হাকিমুদ্দিন ঘাটে বোরহানউদ্দিন থানা প্রশাসন ও কোষ্ট গার্ডের সদস্যরা এ ব্যাপারে লঞ্চ কতৃপক্ষ থেকে তথ্য সংগ্রহ করছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে লঞ্চটির সুপার ভাইজার আলমগীর মিয়াকে একাধিক ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির মিয়া জানান, এমন খবর শুনে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সেখানে কাজ চলছে, তবে নিখোঁজ ব্যক্তিটি অসুস্থ এবং এটি একটি দুর্ঘটনা। তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এমন নয় বলে আমাদেরকে তার ছেলে নিশ্চিত করেছে। তার পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরা সেখানে আছেন। সবশেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।