সৌদি আরবের একটি বৈজ্ঞানিক দল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সময়কার বাজার (সুক) খুঁজে পেয়েছে। এ বাজারের কথা মহানবীর জীবনীতে উল্লেখ করা আছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ এমন তথ্য দিয়েছে।
ঐতিহাসিকরা বলেন যে এ বাজারটির কথা মহানবী (সা.)-এর আল-সিরা আল-নবাবিয়ায় (ভবিষ্যদ্বাণীমূলক জীবনী) উল্লেখ করা হয়েছে। তিনি নবুয়াত পাওয়ার আগে বাণিজ্য করার জন্য এ বাজারে এসেছিলেন।
এ বাজারটি সুক হাবাশা নামে পরিচিত। এটা মক্কার একটি প্রাচীন বাজার। প্রাক-ইসলামী এবং প্রাথমিক ইসলামিক যুগে অন্যতম গুরুত্বপূর্ণ আরব বাজার হিসেবে এটা বিখ্যাত ছিল।
এ আরব বাজারটিতে বিভিন্ন মওসুম (ঋতু) অনুসারে নানান পণ্য পাওয়া যেত। এটা ছিল আরব উপদ্বীপের পশ্চিম অঞ্চলের বৃহত্তম বাজারগুলোর মধ্যে একটি।
প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে এ প্রাচীন আরব বাজারটির অবস্থান শনাক্ত করার প্রচেষ্টা অব্যাহত ছিলো। এ সময় প্রত্নতাত্ত্বিক কমিটি দ্বারা নির্ধারিত বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছিল।
সুক হাবাশা নামের বাজারটি মক্কার একটি উপকূলীয় শহর ওয়াদি কানুনার দক্ষিণে অবস্থিত।
সূত্র : দ্যা পেনিনসুলা