বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeআন্তর্জাতিকমাঙ্কিপক্স নিয়ে 'জরুরি স্বাস্থ্য সতর্কতা' জারি করেছে ডব্লিউএইচও

মাঙ্কিপক্স নিয়ে ‘জরুরি স্বাস্থ্য সতর্কতা’ জারি করেছে ডব্লিউএইচও

নতুন করে বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী ‘জরুরি স্বাস্থ্য সতর্কতা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যে কোনো স্বাস্থ্য বিষয়ক সংকটে এটিই সংস্থাটির জারি করা সবচেয়ে জোরালো সতর্কতা।

শনিবার (২৩ জুলাই) মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ ঘোষণা দেন সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গ্রেব্রেয়াসুস।

সতর্ক বার্তায় বলা হয়, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সতর্কতার পরিস্থিতি তৈরি করেছে। সারা বিশ্বের সরকারগুলো মাঙ্কিপক্সের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও, এটি আরও ছড়িয়ে পড়ার ‘সুস্পষ্ট ঝুঁকি’ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানান, এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ থেকে ১৬ হাজারের বেশি মানুষের মাঙ্কিপক্স আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাদুর্ভাবের ফলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, মাঙ্কিপক্স ছাড়াও বর্তমানে এ ধরনের আরও দুটি জরুরি স্বাস্থ্য অবস্থা জারি রয়েছে। এর একটি করোনাভাইরাস মহামারি এবং অন্যটি পোলিও।




spot_img

সর্বশেষ

আরও সংবাদ