মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের নেতা মোহামেদ মুইজ্জু। শনিবার দ্বিতীয় দফার ভোটে নির্বাচিত হন তিনি। এক এক্স বার্তায় (সাবেক টুইটার) বিজয়ী মোহমেত মুইজ্জুকে অভিনন্দন জানিয়ে নিজের পরাজয় স্বীকার করে নেন বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।
রয়টার্স ও এএফপির বরাত দিয়ে জানা যায়, শনিবার সকালে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও পিপলস ন্যাশনাল কংগ্রেসের মোহামেত মুইজ্জুর মধ্যে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়। দ্বিতীয় দফার এ নির্বাচনে ৫৪ দশমিক শূন্য ৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বিরোধী দলের মুইজ্জু। চলতি বছরের আগামী ১৭ই নভেম্বর দেশটির দায়িত্ব গ্রহণ করবেন “চীনপন্থী” এই নেতা। এসময় পর্যন্ত ইব্রাহিম মোহাম্মদ সলিহ মালদ্বীপের তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য মালদ্বীপের নিয়ম অনুযায়ী নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে দ্বিতীয় দফায় ভোট হবে। অর্থাৎ প্রার্থীরা ৫০ শতাংশের কম ভোট পেলে প্রথম ও দ্বিতীয় প্রার্থীর মধ্যে পুনরায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় নির্বাচিত প্রেসিডেন্ট মাইজ্জু পেয়েছিলেন ৪৬ শতাংশ আর সলিহ পেয়েছিলেন ৩৯ শতাংশ। যার ফলে দেশটিতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়।
এফটিপি/এসএইচ