26 C
Dhaka
Thursday, December 19, 2024

মিতু হত্যাকাণ্ডে বাবুলের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপি-জামায়াতপন্থিরা

- Advertisement -

চট্টগ্রামের মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের পক্ষে আদালতে আইনি লড়াই করছেন সিনিয়র আইনজীবী মনজুর আহমেদ আনসারী। বাবুলকে খুনের মামলা থেকে বাঁচাতে আদালতে তদন্ত ও সাক্ষ্যের ফাঁকফোকর তুলে ধরছেন জামায়াতে ইসলামীর নেতাদের এই আইনজীবী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি সিনিয়র আইনজীবী কফিল উদ্দিন চৌধুরীও বাবুল আক্তারের আইনজীবী হিসেবে সাক্ষীদের জেরা করছেন খুঁটিয়ে খুঁটিয়ে। বাবুলকে নির্দোষ প্রমাণে তারা আদালতে যুক্তিতর্কের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। বাবুলের পক্ষে আরও আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ।

তিনি বিএনপি সরকারের আমলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিও মিতু খুনের মামলার সাক্ষীদের জেরায় অংশ নিচ্ছেন। ফৌজদারি মামলা পরিচালনায় ঝানু এ তিন সিনিয়র আইনজীবীসহ এক ডজন আইনজীবী বাবুল আক্তারকে খুনের দায় থেকে বাঁচিয়ে নির্দোষ প্রমাণ করতে চান।

বাবুলের পক্ষে আদালতে ওকালতনামা দিয়েছেন আরও ছয় শীর্ষ আইনজীবী। তারা হলেন– এম জে ইউ মাসুদ চৌধুরী, তৌহিদুল এহেছান, এসএম শাকিল, শারমিন সুলতানা, এম আইয়ুব খান ও গোলাম মাওলা মুরাদ। তবে আরও কয়েকজন এ টিমকে সহায়তা করেন।

বাবুলের পক্ষে অভিজ্ঞ আইনজীবীদের বিশেষ টিম আদালতে লড়লেও মামলার অপর আসামি মোতালেব মিয়া ওয়াসিম, আনোয়ার হোসেন, খাইরুল ইসলাম কালু এবং শাহজাহান মিয়া কোনো আইনজীবীই নিয়োগ দিতে পারেননি। অর্থ সংকটের কারণে চার আসামি নিজেরাই আদালতের অনুমতি নিয়ে সাক্ষীদের জেরা করছেন। আদালতে তাদের কোনো স্বজনকেও দেখা যায় না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশিদ বলেন, বাবুল আক্তার স্ত্রী খুনের দায় থেকে বাঁচতে যেখানে যা যা করতে হয়, তাই করছেন। প্রতি শুনানিতে চট্টগ্রাম আদালতের অভিজ্ঞ সিনিয়র আইনজীবীদের তাঁর পক্ষে দাঁড় করাচ্ছেন। ওকালতনামা ছাড়াও তাঁর পক্ষের সিনিয়র আইনজীবীদের সহযোগিতা করছেন আরও অনেকে। সিনিয়র আইনজীবীদের একজনকে ৫ হাজার টাকা করে ফি দিলেও প্রতি শুনানিতে বাবুলের অর্ধলাখ টাকা খরচ হওয়ার কথা।

পিপি বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলার ভিআইপি আসামিদের পক্ষে আদালতে একজন করে আইনজীবী ছিল। তবে বাবুলের পক্ষে এক ডজনের বেশি আইনজীবী লড়ছেন। চট্টগ্রাম আদালতে এই প্রথম কোনো আসামির পক্ষে এত আইনজীবী লড়ছেন।

মামলার অপর চার আসামি জানান, তারা সাত বছর ধরে কারাগারে বন্দি। দীর্ঘদিন বন্দি থাকায় তাদের স্ত্রী ও সন্তানরা খুবই কষ্টে জীবনযাপন করছেন। আইনজীবী নিয়োগের টাকা তাদের কাছে নেই। তাই নিজেরাই সাক্ষীদের জেরা করছেন।

বাবুল আক্তারের আইনজীবীরা এ নিয়ে সরাসরি কেউ কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, বাবুল আক্তার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে আসামি হয়েছেন। তাই বিএনপিসহ সরকারবিরোধী সব দলের আইনজীবীরা তাঁর পক্ষে লড়ছেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নাম না প্রকাশের শর্তে জানান, বাবুল আক্তার আওয়ামীপন্থি কোনো আইনজীবীকে বিশ্বাস করতে পারছেন না। তাই বিএনপি, জামায়াত ও এলডিপিপন্থি সিনিয়র আইনজীবীদের ওপর ভরসা করেছেন। তাঁর আইনজীবীদের রাজনৈতিক পরিচয়ই বলে দিচ্ছে তিনি ছাত্রজীবনে কোন মতাদর্শে বিশ্বাস করতেন।

মিতু হত্যা মামলার শুনানি ১৫ দিন পরপর খুব দ্রুত গতিতে চলছে। চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে গত ২ মে প্রথম সাক্ষী দেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে।

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
মানুষের আস্থার নির্বাচন দেয়ার পরিবেশ এখনও তৈরী হয়নি: সাবেক শিবির সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী
06:23
Video thumbnail
এবার বিশ্ব ইজতেমা হলে আওয়ামী লীগ যা করতে পারে, জানালেন ছাত্রনেতা মো. রাকিব
10:50
Video thumbnail
৪০০ কোটি নয়, শেখ হাসিনার সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ৬২৬ কোটি টাকা!
02:49
Video thumbnail
তাবলীগের সাথীদের হ'ত্যার করার আগের দিন কী ঘটেছিল, তাদের পরিচয় নিয়ে যা বললেন ড. ফয়জুল হক
08:22
Video thumbnail
ইজতেমার মাঠে দুই তিনশো লোককে হ'ত্যা করার পরিকল্পনা তাদের ছিল: সাবেক শিবির সভাপতি
11:26
Video thumbnail
ইজতেমা ময়দানের হা'ম'লার ঘটনায় র এর সংশ্লিষ্টতার অভি'যো'গ বিন ইয়ামিন মোল্লার
08:18
Video thumbnail
বিএসএফ এবার হ'ত্যা করে নদীতে ফে'লে দিলো করলো ৩ বাংলাদেশিকে
01:15
Video thumbnail
শেষ পর্যন্ত ইজতেমা ময়দান দ'খলে রাখতে পারলো না সাদপন্থীরা
03:23
Video thumbnail
যশোরের এক মাদরাসার ভিডিও ভা’ই’রাল, ফেস দ্যা পিপলের অনুসন্ধানে যা জানা গেল
04:00
Video thumbnail
তাবলীগ জামাতের পেছনে কোন শক্তি? আগে বিচার নাকি নির্বাচন? যা করা উচিত।
01:12:20

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe