back to top
26 C
Dhaka
Saturday, October 5, 2024

মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষ; নিহত ১

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাস ও লেগুনা সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম জুবায়ের হোসেন সিয়াম। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার চালকসহ আরও পাঁচজন।

আজ রবিবার দুপুর ২টার দিকে বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিয়াম মিরপুর কমার্স কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে মিরপুর বেড়িবাঁধে বাস ও লেগুনা সংঘর্ষ হয়। এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান।

আহত বাকি পাঁচজনের মধ্যে দুজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া অন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।  ঘটনার পরপরই বাস ও লেগুনা থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ