বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeসারাদেশমিরসরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মিরসরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. ইব্রাহিম রাজু (২৭) নামে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিশ্বরোডের দরবারটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়নের কাউয়াচল টিলা এলাকার মহিউদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দরবারটিলা এলাকার সড়কের পাশে বসা ছিল। এ সময় কিছু দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নিলে রাত ১টায় মারা যান তিনি। স্থানীয় রাজনীতির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহ পুলিশ নুরনবী ও সোহেল নামে দুইজনকে আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানায় দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল বাতেন জানান, দরবারটিলা এলাকায় রাজু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ