মেক্সিকোর উত্তরাঞ্চলে সিউদাদ জুয়ারেজ শহরে একটি অভিবাসী আটককেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় অভিবাসন প্রতিষ্ঠান- ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) অফিসে এ অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে দেশটির বিভিন্ন রাস্তা থেকে ৭১ জনকে ধরে এনে রাখা হয়েছিল।
স্থাপনাটি যুক্তরাষ্ট্র সীমান্তসংলগ্ন। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, ওই অভিবাসী আটককেন্দ্রের গাড়ি পার্কিংয়ের স্থানে মরদেহগুলো কম্বল দিয়ে ঢেকে রেখেছেন ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আগুনে অন্তত কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আর নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকর্মী জানিয়েছেন, ওই অভিবাসী আটককেন্দ্রে প্রায় ৭০ জন অভিবাসী ছিলেন। তাঁদের বেশির ভাগই ভেনেজুয়েলার নাগরিক।
আগুন লাগার পর ঘটনাস্থলের বাইরে অপেক্ষা করছিলেন ভেনেজুয়েলার একজন নারী। আটককেন্দ্রে থাকা তাঁর ২৭ বছর বয়সী স্বামীর খোঁজ করছিলেন তিনি। ওই নারী বলেন, তাঁর স্বামীকে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর কাছে মেক্সিকো থাকার বৈধ কাগজপত্র ছিল।
সিউদাদ জুয়ারেজ শহরের সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের সীমান্ত রয়েছে। যুক্তরাষ্ট্রে আশ্রয়ের সন্ধানে আসা অনেক অভিবাসী এই সিউদাদ জুয়ারেজে এসে আটক হন। প্রতি মাসে প্রায় দুই লাখ মানুষ মেক্সিকো থেকে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। তাঁদের বেশির ভাগই আসেন মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে।