28 C
Dhaka
Sunday, September 8, 2024

মেঘনা নদীতে কোটি টাকার চিনিসহ ডুবেছে কার্গো

ডেস্ক রিপোর্ট:

মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের তোপে  ডুবোচরে ধাক্কা লেগে ডুবে গেছে চিনি বোঝাই কার্গো। নৌ পুলিশের তৎপরতায় কিছু সংখ্যক বস্তা উদ্ধার হলেও ডুবে যাওয়া কার্গোতে ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার চিনি ছিলো। 

বুধবার(১০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চদ্র দে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নৌ পুলিশের এ কর্মকর্তা বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে কার্গোটি নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ভোলার উদ্দেশে রওনা হয়। রাতে চাঁদপুরে অবস্থান করে ভোরে পুনরায় যাত্রা শুরু করে। বুধবার সকাল ১০টার দিকে মেঘনার কাইছমোর ঘাট এলাকা অতিক্রম করার সময় ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে কার্গোটি কাত হয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০০ বস্তা চিনি উদ্ধার করতে সক্ষম হলেও, বাকি ৩৪২০ বস্তা চিনি পানিতে ডুবে গেছে। প্রতিবস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। আর বস্তার মূল্য চার হাজার টাকা। আমরা জেনেছি, ওই নৌযানে ফ্রেশ কোম্পানির ৩ হাজার ৭২০ বস্তা চিনি ছিল। ভোলায় ফ্রেশ কোম্পানির ডিলার হোসেন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চিনি নিয়ে যাচ্ছিলেন তারা।

এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটে নি এমনটা নিশ্চিত করে তিনি বলেন, কার্গোটি ডুবতে দেখে মেঘনায় নৌ পুলিশের একটি টহল টিম ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে কার্গোতে থাকা ৫ জনকে উদ্ধার করেন। কার্গোর মালিক ঘটনাস্থলে হাজির হয়েছেন। ভাটায় নদীর পানি টানলে কার্গোটি উদ্ধার করা হবে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...