মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে রাজধানীর আগারগাঁও পর্যন্ত আসতে সময় লাগবে ১০ মিনিট। আর যাত্রী প্রতি ভাড়া হবে ৬০ টাকা। তবে সাধারণ গণপরিবহনের মতো শিক্ষার্থীরা হাফ পাস পাবেন না। শুধু এমআরটি পাসধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় আগারগাঁও স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রতিটি স্টেশনে থেমে সময় লাগবে আর ৩০ মিনিট উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। আগামীকাল উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত যে অংশের শুভ উদ্বোধন হবে সেই অংশে কোনো স্টেশনের না থেমে স্টপেজসহ ১৭ মিনিট এবং স্টপেজ ব্যতীত ১০ মিনিট সময় লাগবে। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া লাগবে ৬০ টাকা।
এছাড়া প্রতি কোচে সর্বোচ্চ ৩৯০ জন যাত্রী পরিবহন করা যাবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।
ভাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভাড়া প্রতি কিলোমিটার ৫ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ১০০ টাকা।
ওবায়দুল কাদের বলেন, আগামী বছর ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ, ২০২৫ সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত উদ্বোধন করা যাবে। এমআরটি ল্যান্ড- ৬ এর উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এতে ব্যয় হবে প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। স্টেশন সংখ্যা ১৭টি।