নিজের দেশে কিছুটা জনপ্রিয়তা হারালেও, বাইরের বিশ্বে বাড়ছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মান। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির পর এবার অস্ট্রেলিয়ার সরকার প্রধানের কাছ থেকেও অন্যরকম সম্মান পেলেন তিনি।
গত রবিবারই কূটনীতিক প্রোটোকল ভেঙে তার পা ছুঁয়ে প্রণাম করেছিলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। এবার অস্ট্রলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও প্রশংসায় ভাসিয়েছেন মোদিকে।
মঙ্গলবার এক মতবিনিময় সভায় অ্যালবানিজ মোদিকে পরিচয় করিয়ে দিলেন, “আমাদের বস” শব্দের মধ্য দিয়ে।
মঙ্গলবার সিডনিতে অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয়দের সভায় হাজির ছিলেন মোদি এবং অ্যালবানিজ। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জনপ্রিয় সঙ্গীত তারকা ব্রুস স্প্রিংস্টিনের তুলনা করেন অস্ট্রলিয়ার প্রধানমন্ত্রী। রক সঙ্গীতের এই তারকা তার ভক্তদের কাছে ‘দ্যা বস্’ নামে পরিচিত।
জাপান ও পাপুয়া নিউগিনি ঘুরে ত্রিদেশীয় সফরের শেষ পর্বে সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছান ভরতীয় প্রধানমন্ত্রী মোদি। মঙ্গলবার সে দেশে বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে আমন্ত্রিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজও।
উল্লেখ্য, চলমান বিদেশ সফরের শুরুতে বৃহস্পতিবার রাতে জাপানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি যোগ দেন জি-৭ শীর্ষ সম্মেলনে। সেখানেই অনুষ্ঠিত হয় এবারের কোয়াড সম্মেলন। এরপর মোদি গিয়েছিলেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে। সেখান থেকেই অস্ট্রেলিয়ার সিডনিতে যান তিনি।