ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান জানিয়েছেন, গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুর সম্প্রতি মোসাদের সাথে কাতার, দুবাই ও ভারতে ৩ দফা বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২২ জুন) বিকালে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ফিলিস্তিনি গোয়েন্দা বাহিনীর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে গণঅধিকার পরিষদ নেতা নুর মোসাদের সাথে তিন দফা বৈঠক করেছেন।
রাষ্ট্রদূত আরও বলেন, যারা ইসরায়েল থেকে টাকা নেয়, তারা কখনোই নেতা হতে পারে না। আর, মোসাদ থেকে টাকা নেয়া বাংলাদেশের জন্য কল্যাণকর হবে না। মোসাদের সাথে সম্পর্ক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।
এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি-ভুক্ত দেশগুলোর আরও জোরালো ভূমিকা রাখা দরকার বলেও জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত।
মোসাদের সঙ্গে নুরেএ বৈঠক নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বক্তব্য ভিত্তিহীন বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নুর।