ম্যারাডোনা পরলোকে পাড়ি জমানোর পরেই সাফল্য পেতে বসেছে তার স্মৃতিবিজড়িত সব দল। ৩৬ বছর পর আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। পেয়েছে কোপা আমেরিকার শিরোপাও। এবার সেই পথেই হাঁটছে তার সাবেক ক্লাব নাপোলি। ইতালিয়ান লিগ শিরোপা থেকে আর মাত্র একটি পয়েন্ট দূরে আছে লুসিয়ানো স্প্যালেত্তির দল।
সালেরেনতানার বিপক্ষে ৮৪ মিনিটে গোল হজম না করলে তখনই উৎসব শুরু করতে পারতো নাপোলির ভক্তরা। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। ম্যাচটা শেষ হয় ১-১ গোলের ড্রতে। যদিও তাতে খুব একটা ক্ষতি হয়নি নাপোলির।
সমীকরণ অনুযায়ী, লিগের বাকি ছয় ম্যাচ থেকে আর মাত্র ১ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত করবে দ্য ব্লুজ খ্যাত দলটা।
নাপোলির জন্য কাজটা করেই রেখেছিল ইন্টার মিলান। আরও স্পষ্ট করে বললে ইন্টারের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। লাৎসিওর বিপক্ষ পিছিয়ে পড়া ম্যাচে নেরাজ্জুরিদের জয় এনে দিয়েছেন লাউতারো।
জিতলেই শিরোপা এমন ম্যাচে শুরুটা দারুণ ছিলো নাপোলির জন্য। নেপলসের ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ওসিমহেন, কাভারাৎসখেলিয়ারা।
অবশ্য একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি দলটা। দুর্দান্ত ফর্মে থাকা ভিক্টর ওসিমহেন ফিরেছেন খালি হাতে। সফরকারী সালেরেনতানার গোলরক্ষক গুইলার্মো ওচোয়া হতাশ করেছেন এই ফরোয়ার্ডকে।
ম্যাচের ৬০ মিনিটে অলিভেরার গোলে লিড নেয় নাপোলি। সেটাই হতে পারতো ম্যাচের ফল নির্ধারণী গোল। কিন্তু ৮৪ মিনিট সালেরেনতানার ফরোয়ার্ড ডিয়া’র গোলে খেলায় আসে সমতা। একরাশ অপেক্ষা নিয়েই ম্যাচটা শেষ করে নাপোলি।
এমন ড্রয়ে অবশ্য অসন্তুষ্ট হবার কথা নয় কোচ স্প্যালোত্তির। শিরোপায় বলতে গেলে এক হাত দিয়েই রেখেছে তার দল। আগামী ৫ তারিখ উদিনেসের বিপক্ষ হার এড়ালেই শিরোপা জয়ের আনন্দ করতে পারবেন নাপোলির ভক্তরা।