বুধবার, ৩০ জুলাই, ২০২৫

যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্তে চার সদস্যের কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,ইবি
-বিজ্ঞাপণ-spot_img

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন হয়রানি, অশালীন ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ আনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এসব অভিযোগ তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রেজিস্ট্রার জানান, বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বপ্রণোদিত হয়ে এই পদক্ষেপ গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের একাধিক শিক্ষার্থী লিখিতভাবে অভিযোগ করে জানিয়েছেন যে, ড. আজিজুল ইসলাম তাদের প্রতি অশালীন মন্তব্য, পোশাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ কথা, ক্লাসরুমে অশোভন আচরণ এবং হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মতো প্ল্যাটফর্মে ভিডিও কলে আপত্তিকর কথাবার্তা বলেছেন। এসব অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদেশক্রমে ৫ জুলাই ২০২৫ থেকে ড. আজিজুলকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।

এদিকে, অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য উপাচার্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মো. নাজিমুদ্দিনকে। কমিটির অন্য সদস্যরা হলেন—লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।

তদন্ত কমিটিকে আগামী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজিমুদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমি চিঠি পেয়েছি। আগামী ৭ জুলাই কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বৈঠকে বসব। যথাসময়ে প্রতিবেদন দাখিল করব, ইনশাআল্লাহ।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, খালেদা জিয়া এখন শারীরিকভাবে...

সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ

বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে তাকে...

দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়নের খসড়ায় বিএনপির সমর্থন

জুলাই সনদ ২০২৫-এর খসড়ায় উল্লেখিত রাজনৈতিক সংস্কার আগামী নির্বাচিত সংসদের প্রথম দুই বছরের মধ্যেই কার্যকর করার সুপারিশকে সমর্থন জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য...

রাশিয়ায় ভূমিকম্প, ১৪ দেশে সুনামি সতর্কতা

ওশেনিয়া অঞ্চলের তিন দেশ পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ এই...

সম্পর্কিত নিউজ

নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস...

সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ

বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা...

দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়নের খসড়ায় বিএনপির সমর্থন

জুলাই সনদ ২০২৫-এর খসড়ায় উল্লেখিত রাজনৈতিক সংস্কার আগামী নির্বাচিত সংসদের প্রথম দুই বছরের মধ্যেই...