ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির বিকাশের জন্য রসায়নশাস্ত্রে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের রসায়নবিদ কার্ল ব্যারি শার্পলেস, ক্যারোলিন আর বার্তোজ্জি ও ডেনমার্কের মর্টেন মেলডাল।
বুধবার (৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ী নাম ঘোষণা করে। রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস ২০২২ সালের রসায়নে নোবেল পুরস্কারের জন্য ৩ জনের নাম ঘোষণা করে।
এই তিন বিজ্ঞানী নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন।
রসায়নের জটিল কিছু বিষয়কে সহজভাবে উপস্থাপন করার জন্য ২০২২ সালের নোবেল পুরস্কারের জন্য এ তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যারি শার্পলেস এবং মর্টেন মেলডাল রসায়ন শাস্ত্রের একটি কার্যকরী ভিত্তি স্থাপন করেছেন। ক্লিক কেমিস্ট্রি; যেখানে আণবিক ব্লকগুলো দ্রুত ও দক্ষতার সঙ্গে একত্রিত হয়।
ক্যারোলিন বার্টোজি ক্লিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জীবন্ত প্রাণীর ক্ষেত্রে এটির ব্যবহার শুরু করেছেন।
ব্যারি শার্পলেস এ নিয়ে দ্বিতীয়বারের মত নোবেল পেলেন। ২০০০ সালের দিকে তিনি ক্লিক রসায়নের ধারণাটি তৈরি করেন। যা একটি সহজ এবং নির্ভরযোগ্য রসায়ন
চিকিৎসাশাস্ত্রে নোবেল ঘোষণার মধ্যে চলতি বছরের নোবেল আয়োজন শুরু হয়।
এরপর ৬ অক্টোবর সাহিত্যে, ৭ অক্টোবর শান্তি এবং শেষে ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণা করার কথা রয়েছে।
১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থেই এ পুরুষ্কার।
প্রতিবছরই সবমিলিয়ে ছয়টি শাখায় নোবেল দেওয়া হয়। এরমধ্যে রয়েছে– চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।