শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

রাজধানীতে পার্কিং করা একাধিক বাসে আগুন

১৮ জানুয়ারি, ২০২৫, ০৪:০০ অপরাহ্ণ

রাজধানীর ডেমরা এলাকায় পার্কিং করা বেশ কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার ধার্মিকপাড়া এলাকার কোনাপাড়ার একটি গ্যারেজে এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

গণমাধ্যমকে আগুনের বিষয়টি নিশ্চিত  করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর মো. আনোয়ারুল ইসলাম। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ জানান, ডেমরার কোনাপাড়ার ধার্মিকপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ভলভো বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 

spot_img

সর্বশেষ

আরও সংবাদ