শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

রাজধানীতে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, কয়েকটি সড়কে অবরোধ

১৮ জানুয়ারি, ২০২৫, ০২:৪৯ অপরাহ্ণ

রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। চার ঘণ্টা অবরোধের পর দুপুরে দিকে পুলিশ বাস চলাচল শুরুর অনুমতি দিলে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা তিনটি বাস ভাঙচুর করেছে। এদিকে সকাল থেকে রাজধানীর ডেমরায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে চালকরা।

রোববার (১৯ মে) বেলা আড়াইটার দিকে মিরপুর-১০ ও ডেমরার এ ঘটনা ঘটে।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে অটোরিকশা চালকরা বিক্ষোভ শুরু করেন।

মিরপুর ও ডেমরা এলাকায় এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ