রাজধানীর মহাখালী এলাকায় রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস দুটি ইউনিট এ মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে যানজটের কারণে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা। পরে সার্ভিসের দুই ইউনিট ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাখালী বাস স্টেশনের পাশে রয়েল পেট্রোল পাম্পের সিলিন্ডারে আগুন লেগেছে।
এর আগে, রাজধানীর মানিকনগর এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
এরপর বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।