রাজধানীতে পল্টনে খাবারের দোকানে হকারদের সঙ্গে হিজড়া গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের এ মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পল্টন মোড়ে একটি খাবারের হোটেলে খেতে যান হিজড়ারা। এ সময় তাদের দ্রুত হোটেল কক্ষ ত্যাগ করতে বললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহতরা হলেন তৃতীয় লিঙ্গের কমলা (১৮), লিজা (১৮), রশি (১৮) ও রুমি (১৯) অন্যদিকে হকার ফেরদাউস আহমেদ (২১) ও আদিজ মিয়া (২৫)।
আহত তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে কমলা ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, পল্টন মোড়ে একটি ভ্রাম্যমাণ খাবারের দোকানে আমরা খাবার খেতে যাই। তখন হকাররা সেখানে বসে খাবার খাচ্ছিলেন। আমাদেরকে তখন তারা দ্রুত খাবার খেয়ে সেখান থেকে উঠে যেতে বলেন। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, তারপর হাতাহাতির ঘটনা ঘটে।
এদিকে আহত হকার আদিজ মিয়া বলেন, এক রিকশার যাত্রীর কাছ থেকে তারা ১০ টাকা দাবি করেন। তখন ওই রিকশাআরোহী ভাংতি টাকা না থাকায় ১০০ টাকার নোট দেন এবং বাকি ৯০ টাকা ফেরত চান। তবে তারা পুরো টাকাই নিয়ে যাচ্ছিলেন।
এ সময় আদিজ প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে যান তারা। তখন তাকে মারধর করতে থাকেন হিজড়া গ্রুপটি। তাকে মারতে দেখে আশপাশে থাকা অন্য হকাররা এসে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো.বাচ্চু মিয়া জানান, মারামারির ঘটনায় তৃতীয় লিঙ্গের চারজন ও দুইজন হকার আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।