বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeরাজধানীরাজধানীর নারিন্দায় একটি বাড়ি ঘিরে র‌্যাবের অভিযান

রাজধানীর নারিন্দায় একটি বাড়ি ঘিরে র‌্যাবের অভিযান

রাজধানীর নারিন্দা এলাকায় একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি, এ বাড়িতে বিপুল পরিমাণ মাদকের সন্ধান মিলতে পারে।

মঙ্গলবার(২৩ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে ওই বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে অভিযান চলমান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, বিপুল পরিমাণ মাদক আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নারিন্দা ফকিরচান সর্দার কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হবে।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, অভিযান শেষে এ বিষয়ে আজ রাতেই  ঘটনাস্থলে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ