রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় গাড়িতে দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রেল ক্রসিংয়ের সিগন্যাল নামানোর পরও রেললাইন ঘেঁষে ইউটার্ন নিচ্ছিল অনেক গাড়ি। এরমধ্যে ওই সময়ে তেজগাঁওয়ের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।
এ নিয়ে আরও জানা যায়, আজ সন্ধ্যায় কমলাপুরগামী একটি ট্রেন মগবাজার ক্রসিংয়ে রেললাইনে আটকে যাওয়া ৩-৪টা গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে যায়। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেটকার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে।
তবে দুর্ঘটনায় দু চার জন আহত হলেও কেউ মারা যায়নি। এ বিষয়ে এখনো রেলওয়ের পক্ষ থেকে বিস্তারিত জানা যায়নি।