সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
Homeশিক্ষারাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে আটক ঢাবি শিক্ষার্থী

রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে আটক ঢাবি শিক্ষার্থী

চলতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে কেন্দ্র পরিদর্শক।

মঙ্গলবার(২৬ জুলাই) এ ইউনিটের প্রথম শিফটে সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়েr সংগীত বিভাগে অধ্যয়নরত এই আটক শিক্ষার্থীর নাম এখলাসুর রহমান। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামে তার বাড়ি।

পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে থেকে মূল পরীক্ষার্থী তামিম হাসান লিমনের পরিবর্তে ৫০ হাজার টাকার চুক্তিতে এখলাস প্রক্সি দিচ্ছিল। পরে তার গতিবিধি সন্দেহজনক ও ছবিতে মিল না থাকায় দায়িত্বরত শিক্ষকের সন্দেহ হয়। প্রক্সির সত্যতা মিললে প্রক্টরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রক্টর অধ্যাপক আসাবুল হক গণমাধ্যমকে বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে অন্যের পরীক্ষা দেওয়ার অভিযোগে ঢাবির এক শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে দেওয়া হয়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ