ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির সব বড় বড় শহরে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী৷ এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনের ‘জঙ্গি কার্যক্রমের’ জবাবে এসব হামলা চালানো হয়েছে।
গত শুক্রবার রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই রবিবার ইউক্রেনকে এ হামলার জন্য দায়ী করেন পুতিন। একদিন পর সোমবার পুরো ইউক্রেনজুড়ে মিসাইল হামলা শুরু করে রাশিয়া।
সোমবার টিভিতে দেওয়া বক্তব্যে পুতিন হামলার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে এসব বার্তা দেন বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে৷
পুতিন বলেন, রুশ সেনারা দুরপাল্লার মিসাইল দিয়ে ইউক্রেনের জ্বালানি, সামরিক এবং যোগাযোগ স্থাপনায় হামলা চালিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা বাহিনী অবশ্যই ব্রিজে সন্ত্রাসী হামলার অনুমোদন, ব্যবস্থা করেছে।
রুশ প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেছেন, সামনে রাশিয়ার কোনো স্থাপনায় হামলা হলে আরও ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, যদি আমাদের অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকে রাশিয়ার জবাব হবে কঠিন এবং রাশিয়ার জন্য যেমন হুমকি তৈরি করা হয়েছে এগুলোর মাত্রা তেমনই হবে। এ নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না।
তবে ইউক্রেন ক্রিমিয়া ব্রিজে হামলার ব্যাপারে সরাসরি দায় স্বীকার করেনি।