সহিংসতা ও দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মুসলিম সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চলতি মাসের শুরুর দিকে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএফআই) উপর একটি ক্র্যাকডাউনের ঘটনার জের ধরে তাদেরকে গ্রেপ্তার করেছে। আটক সদস্যের সংখ্যা প্রায় ১০০ জন। এই পুরো ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে রাস্তায় বিক্ষোভ করেছে পিএফআই।
পিএফআইয়ের সদস্যদের গ্রেপ্তারের ঘটনাটিকে ‘ব্যাপক গ্রেপ্তার’ হিসেবে অভিহিত করে এক টুইটা বার্তায় সংগঠনটি লিখেছে, ‘এই অভিযান পিএফআইকে লক্ষ্য করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার প্রতিরোধ করা ছাড়া আর কিছুই নয়। যদিও স্বৈরাচারী ব্যবস্থার অধীনে এটি খুব স্বাভাবিক এবং প্রত্যাশিত ঘটনা’।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, সহিংস কর্মকান্ড এবং সারাদেশে ক্রমবর্ধমান দেশবিরোধী কার্যকলাপের কারণে পিএফআইয়ের সাথে যুক্ত ৫৭ জনকে আটক করা হয়েছে।
এদিকে, উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী পিএফআইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করতে চান। সাংবাদিকদের সামনে এমন বক্তব্য রাখার পরই ওই রাজ্যেও সংগঠনটির বেশ কয়েকজনকে আটক করা হয়।
চলতি মাসের শুরুতে ফেডারেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সী বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে অভিযান চালিয়ে বেশ কিছু পিএফআই সদস্যকে আটক করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন এবং দেশবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।