মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং ও বোলারদের নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের লিড নিলো স্বাগতিক পাকিস্তান।
গতরাতে সিরিজের পঞ্চম ম্যাচে পাকিস্তান ৬ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে সাত ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। ৪৬ বলে ৬৩ রান করে ম্যাচ সেরা হন ফর্মের তুঙ্গে থাকা রিজওয়ান।
লাহোরে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে এবার আর পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেননি দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। দলীয় ১৭ রানে বিদায় নেন বাবর। ১২ বলে ৯ রান করেন তিনি।
বাবরের মতো পাকিস্তানের পরের দিকের ব্যাটাররাও ব্যর্থ হয়েছেন বড় ইনিংস খেলতে। ইংল্যান্ড বোলারদের তোপে ১৯ ওভারে দলীয় ১৪৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। রিজওয়ান ছাড়া মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। মিডল-অর্ডারে ইফতেখার আহমেদ ১৫ ও অভিষিক্ত আমের জামাল ১০ রান করেন।
সতীর্থরা ব্যর্থ হলেও, এক প্রান্ত আগলে পাকিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন রিজওয়ান। ৩৭ বল খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রিজওয়ান। শেষ ১০ ইনিংসে সপ্তম হাফ-সেঞ্চুরিই বলে দিচ্ছে, সেরা ফর্মেই রয়েছেন তিনি।
১৮তম ওভারের চতুর্থ বলে দলীয় ১৩১ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন রিজওয়ান। ৪৬ বল খেলে ২টি চার ও ৩টি ছক্কায় ৬৩ রান করেন তিনি। শেষদিকে জামালের ছোট ইনিংসে লড়াই করার পুঁজি এনে দেয় পাকিস্তানকে। ইংল্যান্ডের মার্ক উড ৩টি, ডেভিড উইলি-স্যাম কারান ২টি করে উইকেট নেন।
১৪৬ রানের জবাবে শুরুতে চাপে পড়ে ইংল্যান্ড। ৫ ওভারে ৩১ রানে ৩ উইকেট হারায় তারা। ফিল সল্ট ৩, অ্যালেক্স হেলস ১ ও বেন ডাকেট ১০ রান করে ফিরেন।
টপ-অর্ডারের মত ইংলিশদের মিডল-অর্ডার ব্যাটাররাও ব্যর্থ হলে ম্যাচ জয়ের পথ কঠিন হয়ে পড়ে ইংল্যান্ডের। ১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান উঠে ইংলিশদের। এতে শেষ ৫ ওভারে ৫৮ রানের দরকার পড়ে তাদের। তারপরও জয়ের আশায় ছিলো ইংলিশরা। কারন ক্রিজে ছিলেন অধিনায়ক মঈন আলি।
সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে ২৮ বলে ৪৬ রান যোগ করেন মঈন। ১৯তম ওভারের শেষ বলে ওকস আউট হলে, শেষ ৬ বলে জিততে ১৫ রানের সমীকরণ পায় ইংল্যান্ড। ওকস ১০ রান করেন।
শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন মঈন। আর বল হাতে ছিলেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মিডিয়াম পেসার জামাল। নিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে ১ রান দেন জামাল। তৃতীয় বলে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরিতে পা রাখেন মঈন। এজন্য ৩৫ বল লেগেছে তার।
তবে ওভারের শেষ তিন বল থেকে মাত্র ১ রান পেলে ম্যাচ হারের স্বাদ পায় ইংল্যান্ড। শেষ ওভারে মাত্র ৮ রান দিয়ে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন জামাল। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করে ইংল্যান্ড।
৩৭ বলে মঈনের অনবদ্য ৫১ রানের ইনিংসটি শেষ পর্যন্ত বৃথাই যায়। ৪১ রানে ২ উইকেট শিকার করেন পাকিস্তানের রউফ। বাকী পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।
আগামীকাল লাহোরে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড।