বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeআন্তর্জাতিকরুশ বাহিনীকে দমনে দূর পাল্লার অস্ত্র সহায়তা চায় জেলেনস্কি

রুশ বাহিনীকে দমনে দূর পাল্লার অস্ত্র সহায়তা চায় জেলেনস্কি

রাশিয়ার সেনাবাহিনীকে মোকাবিলা করতে আরও দূর পাল্লার অস্ত্র পাওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।

মঙ্গলবার (১৪ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে জেলেনস্কির বরাতে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে ডেনিশ সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমাদের যথেষ্ট অস্ত্র আছে। যা আমাদের যথেষ্ট নেই তা দূর পাল্লার অস্ত্র।

এদিকে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্য নিশ্চিত করেছে, তারা ইউক্রেনে প্রথমবারের মতো দূর পাল্লার অস্ত্র দিতে যাচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণার পর থেকেই বিধ্বস্ত ইউক্রেন। আজ পর্যন্ত টানা ১১১ দিনের মতো চলছে দুইদেশের সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ কোন পক্ষ থেকেই নেওয়া হয়নি। বরং পূর্ব ইউক্রেনে সংঘাত পরিস্থিতি আরও বেড়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ