back to top
25 C
Dhaka
Saturday, October 5, 2024

রেল কাউকে ধাক্কা দেয় না; অন্যরাই রেলকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায়: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন ব‌লে‌ছেন, ট্রেন কখ‌নো কাউকে ধাক্কা দেয় না, অন‌্যরা এসে ট্রেনকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায়। ট্রেন দুর্ঘটনায় ১১ তরুণের মৃত্যুতে শোক ও সম‌বেদনা জানান মন্ত্রী।

সোমবার(১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেল যখন চলাচল করে তখন আশপাশ দিয়ে ১৪৪ ধারা জারি থাকে জানিয়ে মন্ত্রী বলেন, রেল রেলের লাইনে চলে, অন্য কেউ রেলের সঙ্গে ধাক্কা খাবে তার দায়িত্ব রেলের ওপর যাবে- এটা যুক্তিসঙ্গত নয়। রেল কাউকে ধাক্কা দেয় না, অরেকজন এসে ধাক্কা দিয়ে রেলকে অনিরাপদ করবে, এর দায়িত্ব রেল নেবে না।

রেলমন্ত্রী আরও জানান, রেল লাইন অতিক্রম করার সময় কোনো যানবাহন বা ব্যক্তির দুর্ঘটনার দায় নেবে না রেল কর্তৃপক্ষ।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– রেলওয়ের মহাপরিচালক ডি, এন মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা।

এ সময় রেলমন্ত্রী ফিতা কেটে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনীর সূচনা করে পরিদর্শন করেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করেন।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ