back to top
25 C
Dhaka
Saturday, October 5, 2024

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি পুলিশ আহত

কক্সবাজারের টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ কাওসার নামে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এপিবিএন অধিনায়ক জানান, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি টিম দুপুরে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এ সময় সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ভোরে উখিয়ার বর্ধিত ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়ায় দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ নূর ছালাম (২৬) নামে এক যুবক নিহত হন। রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ