মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

র‍্যাব পরিচয়ে গাড়ি থামিয়ে ছিনতাইচেষ্টা,পুলিশের হাতে গ্রেফতার র‌্যাব

-বিজ্ঞাপণ-spot_img

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ি থামিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে এক র‌্যাব সদস্যসহ তিনজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার(২১ জানুয়ারি) মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বনানী থানার ওসি নূরে আজম মিয়া। দুষ্কৃতকারীরা রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ির গতিরোধ করে র‍্যাব পরিচয়ে দুই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ভুক্তভোগীদের চিৎকারে জনতা এবং ওই পথে যাওয়া একজন পুলিশ সদস্য এগিয়ে এলে পালিয়ে যায় তারা। হাতেনাতে আটক করা হয় চক্রের এক সদস্যকে। উদ্ধার করা হয় একটি অস্ত্র।

ভুক্তভোগীদের অভিযোগ, তাদের গাড়িচালককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি উপস্থিত পুলিশ সদস্যকেও উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে চক্রটি।

শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটায় এ ঘটনা ঘটেছে।

যমুনা টেলিভিশনের প্রতিবেদনে তথ্য অনুযায়ী, রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর থেমে ছিল কয়েকটি গাড়ি। ওই পথ দিয়ে যাওয়া যমুনা টেলিভিশনের গাড়ি দেখেই থামার আহ্বান জানায় জটলা করে থাকা কিছু সংখ্যক মানুষ। সেখানেই দেখা মেলে হ্যান্ডকাফ পরিহিত দুই ব্যক্তির। একজনের নাম শহীদুল ইসলাম, অপরজনের রিয়াজ। সম্পর্কে তারা মামা-ভাগনে।

তাদের অভিযোগ, বিমানবন্দর এলাকা থেকে গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন তারা। ফ্লাইওভারে উঠতেই তাদের গাড়ির গতিরোধ করে পেছন থেকে আসা আরেকটি গাড়ি। আরোহী চার ব্যক্তি র‍্যাব পরিচয়ে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যেতে চেয়েছিল তাদের। এক পর্যায়ে হ্যান্ডকাফ পরিয়ে করে মারধর। সন্দেহ হওয়ায় চিৎকার শুরু করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শহীদুল ইসলাম ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বলেন, ওরা আমাদের গাড়ি থামিয়ে জানালা দিয়ে পিস্তল ধরে। গাড়ি থেকে বের হওয়ার পর বলে আমরা সোনা চোরাচালানকারী। আমরা বলি আমাদের চেক করে দেখেন। তখন আমাদের মারধর শুরু করে এবং বলে, গুলি করে মেরে ফেলব। তারপর হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এ সময় আমরা চিৎকার শুরু করি।

ভুক্তভোগীদের চিৎকার শুনে গাড়ি থামান এক ব্যক্তি। তিনি জানান, আমি দেখলাম র‍্যাব লেখা কোট পরে ৩-৪ জন এই দুই ব্যক্তির সঙ্গে টানাহেঁচড়া করছে। তাদের কোমরে অস্ত্র। আমি এগিয়ে গেলে তারা সরে যেতে বলে। তখন আমি ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানাই।

গুলশান ডিপ্লোমেটিক জোনের ডিউটি শেষে তখনই সে পথে মোটরসাইকেলে ফিরছিলেন সাকিব নামে এক পুলিশ সদস্য। ভুক্তভোগীদের আকুতি শুনে তিনিও এগিয়ে আসেন সহায়তায়।

পুলিশ সদস্য সাকিব একটি গণমাধ্যমকে জানান, আমি এগিয়ে গেলে র‍্যাবের কোট পরিহিত ব্যক্তিরা আইডি কার্ড দেখায়। আইডি কার্ডের মেয়াদ ছিল না। তখন আমার সন্দেহ হয়। পরে আমাকেও তারা গাড়িতে তুলে নিয়ে যেতে চায়। একপর্যায়ে অস্ত্রধারী ব্যক্তিরা পালিয়ে যায়। সে সময় আমরা তাদের সঙ্গে থাকা একজনকে ধরে ফেলি। পরিস্থিতি বেগতিক দেখে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ার সময় ভুক্তোভোগীদের ভাড়া করা গাড়ির চালককে নিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় চক্রের এক সদস্যকে জনতা ধরে ফেলে।

আটক ব্যক্তি জানান, তার নাম জয়। বাড়ি দিনাজপুর। টঙ্গীতে একটি গার্মেন্টস কারখানায় তিনি চাকরি করেন। মমিন নামে এক র‍্যাব সদস্যের সঙ্গে মাদক সংক্রান্ত কিছু কাজে করতে গিয়ে তার পরিচয় হয় বলে দাবি করেন তিনি। পরে মমিন তাকে দিয়ে আরও কিছু কাজ করায়। ঘটনার দিন একটি অপারেশনের কথা বলে মহাখালী ফ্লাইওভারে নিয়ে আসেন। ভুক্তভোগীদের অভিযোগ, জয় নামের ব্যক্তিটিও তাদের মারধর করেছে।

ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে বনানী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। তাদের চাবিতে হ্যান্ডকাফ থেকে মুক্তি মেলে ভুক্তভোগীদের। সবাইকে নিয়ে যাওয়া হয় থানায়।

এ পরিপ্রেক্ষিতে আজ (শনিবার) জয়সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার ওসি।  এদের একজন র‌্যাব সদস্য বলে তিনি স্বীকার করলেও নিজের পরিচয়ের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গভীর রাতে থানায় ঢুকে ওসিকে মারধর!

ঢাকার পল্লবী থানায় গভীর রাতে ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই তরুণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ...

নরসিংদীতে বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে ভাড়া অটোরিকশায় যাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা ও তার বাবাকে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। সোমবার...

নরসিংদীতে মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

নরসিংদীর মনোহরদীতে জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স আনোয়ার অ্যান্ড ব্রাদার্স সিএনজি, এলপিজি, ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার...

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ...

সম্পর্কিত নিউজ

গভীর রাতে থানায় ঢুকে ওসিকে মারধর!

ঢাকার পল্লবী থানায় গভীর রাতে ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে এক তরুণকে আটক করেছে...

নরসিংদীতে বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে ভাড়া অটোরিকশায় যাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে...

নরসিংদীতে মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

নরসিংদীর মনোহরদীতে জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স আনোয়ার অ্যান্ড ব্রাদার্স সিএনজি, এলপিজি,...
Enable Notifications OK No thanks