back to top
25 C
Dhaka
Saturday, October 5, 2024

শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না: ডা. দীপু মনি

সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। বরং তারা ‘এনার্জি’ নিয়ে পড়ালেখা করতে পারবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যেহেতু বৈশ্বিক জ্বালানি ও বিদ্যুৎ–সংকট চলছে, আমরা যেন সাশ্রয় করতে পারি, এ কারণেই এখন থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার(২৩ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি এমপি বলেন, সপ্তাহে পাঁচ দিন যে ক্লাস হবে, পাঁচ দিনই আমাদের যে পরিকল্পনা রয়েছে, সে পরিকল্পনা অনুযায়ী আমরা ক্লাস করাব। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে। বরং অন্যান্য কর্মজীবী সপ্তাহে যে দুই দিন ছুটি পান, তাঁদের মতো আমাদের শিক্ষকেরাও ছুটি পাবেন। সে ক্ষেত্রে শিক্ষকেরা নিজের একটু কাজ করতে পারবেন।

এ ছাড়া একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচ দিন তাঁরা আরও উদ্যমী হয়ে আরও অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী৷

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মশিউর, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ। 

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ