30 C
Dhaka
Saturday, July 27, 2024

শেষ পর্যন্ত রোমায় পাওলো দিবালা; বায়ার্নে যাচ্ছেন ডি লিট

ডেস্ক রিপোর্ট:

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পর এবার পাওলো দিবালার গন্তব্য আরেক ইতালিয়ান জায়ান্ট এএস রোমায়। তুড়িনের বুড়িদের সাথে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে এবার ইতালিয়ান রাজধানীতে যাচ্ছেন এই আর্জেন্টাইন।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিন বছরের চুক্তিতে সেখানে যোগ দিতে যাচ্ছেন দিবালা। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। প্রতি মৌসুমে সব মিলিয়ে ৬০ লাখ ইউরো পাবেন তিনি।

রোমা নিশ্চিত করেছে, ক্লাবটিতে ১০ নম্বর জার্সিই পাচ্ছেন পাওলো দিবালা। যেই জার্সি পড়ে ক্লাব মাতিয়েছেন কিংবদন্তি ফ্রান্সিসকো টট্টি। পর্তুগাল পৌছে দিবালা নিজের অনূভতি প্রকাশ করে বলেন, ‘আমি খুব খুশি। ১০ নম্বর জার্সি? আমরা এনিয়ে কথা বলবো।’

২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন দিবালা। জুভেন্তাসের টানা পাঁচ বছরের লিগ শিরোপা জয়ে দিবালার অনবদ্য অবদান ছিল। চারবার কোপা ইতালিয়ার শিরোপার পাশাপাশি জুভেন্টাসকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে ভূমিকা রেখেছিলেন আর্জেন্টাইন এই তারকা।

রোমার সাথে আর্জেন্টিনার সখ্যতা অবশ্য নতুন না। এর আগে আর্জেন্টিনার কিংবদন্তি স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতাও খেলেছেন রোমার হয়ে। এই তালিকায় আরো আছেন ম্যারাডোনা সতীর্থ ও বিশ্বকাপজয়ী ক্লদিও ক্যানিজিয়া। এছাড়াও আরো দুই কিংবদন্তি ওয়াল্টার স্যামুয়েল এবং গ্যাব্রিয়েল হেইঞ্জও গায়ে চাপিয়েছিলেন রোমার জার্সি।

এদিকে দিবালার ক্লাব ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন ডাচ ডিফেন্ডার ম্যাথিস ডি লিট। তার দলবদল হবে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে। ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ এবং ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমন খবরই জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আজই ডি লিটের দলবদলের বিষয়ে জুভেন্টাস ও বায়ার্ন স্বাক্ষর করবে।

৮০ মিলিয়ন ইউরোর কথাবার্তা চললেও প্রাথমিকভাবে জুভেন্টাসকে ৭০ মিলিয়ন ইউরো দেয়া হবে। বাকি ১০ মিলিয়ন ইউরো দেয়া হবে এক্সট্রা হিসেবে। তার এজেন্ট রাফায়েলা পিমেন্টার কাছে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...