ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘসময় থেকে এখন পর্যন্ত চলমান সংঘাত-সহিংসতা কমাতে দ্রুত ব্যবস্থা গ্রহণে একমত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ।
রবিবার(২৭ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় দেশ দুইটি।
ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ছয় মাসের জন্য বন্ধ রাখতেও সম্মত হয়েছে ইসরাইল কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদন বলা হয়, রবিবার অনুষ্ঠিত এক বৈঠক শেষে ইসরাইলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা চলমান সহিংসতা প্রতিরোধ এবং উত্তেজনা কমাতে পদক্ষেপ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। জর্ডানের আকাবায় রেড সি রিসোর্টে অনুষ্ঠিত ওই বৈঠকে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেও একমত হয়েছে দুই দেশ।
দীর্ঘসময় ধরেই ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে নানা অঞ্চলে থেমে থেমে ঘটেছে সহিংসতা। ফিলিস্তিনিরা ইসরাইলি বাহিনীর অভিযানগুলোকে কেন্দ্র করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছেন। এতে প্রাণহানির ঘটনাও ঘটতে থাকে। পশ্চিম তীরে সহিংসতার এ পরিস্থিতি বন্ধে রবিবার জর্ডানের আকাবা বন্দরে বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ইসরাইলি এবং ফিলিস্তিনি কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও মিসরের প্রতিনিধিরা।