মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
Homeরাজনীতিসমন্বয়ক হাসিব আল ইসলামকে যে কারণে শোকজ

সমন্বয়ক হাসিব আল ইসলামকে যে কারণে শোকজ

টেলিভিশন টকশোতে আপত্তিকর মন্তব্য করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি এক টকশোয় তিনি মন্তব্য করেন– ‘মেট্রোরেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না।’

এর পরই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসিব আল ইসলাম (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশনের এক টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, হাসিব আল ইসলামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি টেলিভিশন ডিবিসির ‘প্রযত্নে বাংলাদেশ’ টকশোতে অংশ নিয়ে হাসিব এমন মন্তব্য করেন।

গত ২৬ অক্টোবর ডিবিসির নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটির ভিডিও প্রকাশ করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় তার এমন মন্তব্য ভাইরাল হয়ে পড়ে, যেখানে এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। 

spot_img

সর্বশেষ

আরও সংবাদ