30 C
Dhaka
Saturday, July 27, 2024

সরকার পদ্মা সেতু নিয়ে ব্যস্ত; ত্রাণ বিতরণে কোনো উদ্যোগ নেই: বিএনপি

ডেস্ক রিপোর্ট:

সিলেট, সুনামগঞ্জসহ বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে দুর্গতদের ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিএনপি নেতারা। সিলেটে ত্রাণ বিতরণ করতে গিয়ে তারা বলেন, বর্তমানে সরকার ব্যস্ত পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে, আর বিএনপি ব্যস্ত বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বন্যা দুর্গত এলাকায় সরেজমিনে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে সরকারের ত্রাণ বিতরণের কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ করেছে। পদ্মা সেতুর  জাঁকজমকপূর্ণ উদ্বোধন পরিহার করে সেই অর্থ বন্যার্তদের মাঝে বিতরণের দাবি জানিয়েছিলাম আমরা। কিন্তু সরকার যে বিষয়ে কর্ণপাত করেনি। ’

শুক্রবার সকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সিলেট জেলা নেতাদের নিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরপর বিকেলে যুবদলের নেতাদের নিয়ে ত্রাণ বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সকালে সিলেট জেলার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা এখানে ত্রাণ বিতরণ করতে এসেছি। কিন্তু সরকারি দলের কাউকে দেখা যাচ্ছে না। তারা ব্যস্ত রয়েছেন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান নিয়ে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। ’

বিকেলে ত্রাণ বিতরণকালে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি আমলে বন্যা হলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে এসে মাত্র কয়েকজনকে ত্রাণ বিতরণ করে আবার চলে গেছেন।

আজকে আমরা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুরসহ কয়েকটি জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছি। 

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...